Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

প্রস্রাব করলে পাকিস্তান ডুবে যাবে বলে জানালেন মিঠুন

Picture of the author

24 Bangladesh

১৪ আগস্ট, ২০২৫ | 9:09 AM

Picture of the author

আন্তর্জাতিক ডেস্ক: ভারত–পাকিস্তান পানি বিতর্কে এবার সরাসরি যোগ দিলেন অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তীব্র কটাক্ষে প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ভারত নাকি প্রস্রাব করলেই পাকিস্তান ডুবে যাবে। 


এই অভিনেতা বলেন, ‘একবার যদি আমাদের ভারতীয়দের মাথাটা গরম হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে! হতেই পারে এমন এক বাঁধ বানাব, যেখানে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে! তারপর সেই বাঁধ খুলে দিলেই হবে সুনামি!” 


এই কথার পাশাপাশি মিঠুন স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তার কোনও ক্ষোভ নেই। এই মন্তব্য একান্তই বিলাওয়ালের জন্য।বর্তমানে ইন্দাস পানিচুক্তি নিয়ে ফের উতপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। দিন কয়েক আগে সিন্ধ প্রদেশের সংস্কৃতি দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো ভারতকে নতুন করে হুঁশিয়ারি দেন। 


ইন্দাস নদীর পানি প্রবাহে পরিবর্তন আনা পাকিস্তানের ‘ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার’ ওপর সরাসরি আঘাত—এমন অভিযোগ তুলে তিনি এটিকে সিন্ধ প্রদেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করেন।বিলাওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দাস নদীর জলপ্রকল্প পাকিস্তানের জল–নিরাপত্তায় সরাসরি আঘাত। এমনকী তিনি এ ঘটনাকে ভারতের সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ‘পরাজয়ের’ প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন।

    জনপ্রিয়

    সর্বশেষ