Logo
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের

Picture of the author

24 Bangladesh

২৮ জুলাই, ২০২৫ | 11:31 AM

Picture of the author

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করেছেন।


বিবৃতিতে জিএম কাদের বলেন, এখন সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। সরকারের ঘনিষ্ঠরাই বলছেন, এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে।

বিবৃতিতে বলেছেন, আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হয়নি, আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে, আমাদের অফিস ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তখন সরকার উৎকন্ঠিত হয়নি, এমনকি দুঃখ প্রকাশও করেনি। যেদিন থেকে আমি এই সরকারের সমালোচনা করা শুরু করেছি, সেদিন থেকেই আমার নামে মামলা দেওয়া শুরু করেছে। আমার নামে হত্যাসহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। জুলাই হত্যাকান্ডের মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না।


তিনি বলেছেন, দেশের এ অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচিত প্রতিনিধিরা যদি সবাইকে নিয়ে একযোগে কাজ করে তাহলেই দেশটা হয়ত রক্ষা পাবে। অবাধ নির্বাচন হলো, সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। আর নিরপেক্ষ মানে হচ্ছে সরকার সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবেন। নির্বাচনে কোন সরকারি দল থাকতে পারবে না।

আমরা দেখছি প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকান্ড চালাচ্ছে। আবার আমাদের মত নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মমান্ডে বাধা দেয়া হচ্ছে। যদি তাই হয়, তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয়? ফলে বতমান অন্তবতী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণ যোগ্য নিবাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন।

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত শিশু, শিক্ষক ও অভিভাবকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টতদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।



    জনপ্রিয়

    সর্বশেষ