মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

Picture of the author

24 Bangladesh

২০ জুলাই, ২০২৫ | 8:13 AM

Picture of the author

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ (শনিবার)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।


লঙ্কা জয়ের রেশ ধরে এবার নিজ মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের বাংলাদেশ।


ইতিমধ্যে দুই দলই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরিজকে ঘিরে জমে উঠেছে টিকিট বিক্রিও।অনলাইনে টিকিট কেটে সরাসরি মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন সমর্থকেরা।

পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।


ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে ৩,৫০০ টাকা।যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বাংলাদেশে ম্যাচগুলো দেখা যাবে, টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া মোবাইলে বা অনলাইনে দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপ ও ট্যাপম্যাড অ্যাপে

পাকিস্তানে ম্যাচ সম্প্রচার করবে, এ স্পোর্টস ও টেন স্পোর্টস।


অনলাইন প্ল্যাটফর্ম তামাশা-তে পাওয়া যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং। বিদেশ থেকেও দেখা যাবে খেলা। উত্তর আমেরিকায় উইলো টিভি, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ থেকে খেলা উপভোগ করা যাবে।  

    জনপ্রিয়

    সর্বশেষ