জাতীয়
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 7:06 AM
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা টহল দিবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পূর্বের সময়সীমা অনুযায়ী এ পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও গত বুধবার গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।
পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের পথসভার শেষ করে ফরিদপুরে এসে রাতে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হাঙ্গামার পর তারা খুলনা চলে যান এবং খুলনায় রাত কাটিয়ে বৃহস্পতিবার ফরিদপুরের জনসভায় যোগ দেবেন। তাদের ফরিদপুরের মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।
এদিকে এ পথযাত্রাকে সামনে রেখে এবং গত বুধবার গোপালগঞ্জে হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছে এবং পুলিশ সদস্যদের মঞ্চের আশপাশের এলাকায় দেখা গেছে।
ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর সাড়ে ১২টায় পথসভা শুরু হবে। নেতারা এখনো ফরিদপুর এসে পৌঁছানি।
সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এই সদস্য জানান, ফরিদপুরে তারা গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছে না। ফরিদপুরের লোকজন অত্যন্ত সুশৃঙ্খল, ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা টহল দিবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।