বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

‘তাণ্ডব’ দেখে বাঁধন বললেন, ‘দয়া করে একটি নারীপ্রধান ছবি করুন’

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 7:43 AM

Picture of the author

গেলো ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। দুই সপ্তাহ পেরোনোর পরও যে ছবিগুলো নিয়ে এখনো দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘এষা মার্ডার’।

গেলো ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। দুই সপ্তাহ পেরোনোর পরও যে ছবিগুলো নিয়ে এখনো দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘এষা মার্ডার’।

সেই বাঁধনই এবার ‘তাণ্ডব’ দেখে দারুণ উচ্ছ্বসিত। তা বোঝা গেলো সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে তার একের পর এক পোস্ট দেখে।

গতকাল সন্ধ্যায় ছিলো ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী। ছবি দেখতে ‘তাণ্ডব’ সিনেমার নায়ক-নায়িকা শাকিব খান-সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নুসরাত ফারিয়া, তমা মির্জা, আফসান আরা বিন্দু, দীপা খন্দকার, সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমান, দোলা রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেক তারকা।

ছবি দেখে বের হয়েই বাঁধন প্রথমে লেখেন, ‘‘আমি রায়হান রাফির ‘তাণ্ডব’ ছবিটি দেখেছি। তিনি সত্যিই তার দর্শকদের চেনেন এবং সবসময় তারা যা চান তা দেন। এটি একটি বড় উপহার এবং এটিই তার একজন সফল পরিচালক হওয়ার একটি কারণ। ছবিটি মজাদার এবং বিনোদনে পরিপূর্ণ ছিল। কিন্তু আমি আপনার আরও কাজ দেখেছি এবং আমি জানি আপনি সত্যিই কতটা প্রতিভাবান!’


এরপর তিনি পরিচালক রাফীকে অনুরোধ করেন। বাঁধন লিখেছেন, ‘আপনি ইতিমধ্যেই কিছু অসাধারণ কাজ করেছেন। তাই একজন বন্ধু এবং শুভাকাক্সক্ষী হিসেবে, আমার একটি ছোট্ট অনুরোধ: দয়া করে একটি নারীপ্রধান ছবি তৈরি করুন। আপনার কাছে শিল্প এবং আমাদের সমাজ উভয় ক্ষেত্রেই প্রকৃত পরিবর্তন আনার প্রতিভা এবং কণ্ঠস্বর রয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি আপনি এটি ঘটাতে পারবেন।’


    জনপ্রিয়

    সর্বশেষ