বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়

Picture of the author

24 Bangladesh

৫ জুলাই, ২০২৫ | 3:44 PM

Picture of the author

পুঁজিবাজারে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার ব্র্যাক সিডিএমেতে সমাপ্ত হয়েছে।

‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা পুঁজিবাজার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, “প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ে।


সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।


কর্মশালায় বিএসইসির কর্মকর্তারা বলেন, “পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ গুরুত্বপূর্ণ। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে, যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরো দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন।”


তারা আরো বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই আয়োজন প্রশংসনীয়। আশা করি, বিএসইসি এ ধরনের কর্মসূচিকে ধারাবাহিকতা দেবে।”

কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিএসইসির কমিশনার, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রশিক্ষণ কর্মশালার শেষাংশে সিএমজেএফের সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এর আগে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার এম. আলী আকবর।






    জনপ্রিয়

    সর্বশেষ