সারাদেশ
24 Bangladesh
৩১ জুলাই, ২০২৫ | 5:53 AM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি পুকুরসহ তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে তিনটি পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। পুকুরগুলোতে কার্প, বাটকী, সিলবার,গাসকার্প, রুপ,কাল বাউস, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল। এতে হাবিবুর রহমানের মালিকানায় প্রায় ১৫ লাখ টাকা, আর ইউনিয়ন ভূমি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত পুকুরে প্রায় ৫ লাখ টাকার মাছ মরেছে বলে জানা যায়।
মাছচাষীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে প্রথমে মনে হচ্ছিল হয়তো গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে কিন্তু সকালে পুকুরের পানিতে বিষের গন্ধ পাই। মূলত পুকুরে বিষ প্রয়োগের ফলেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে সব মিলিয়ে তিনটি পুকুরের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাছ চাষী হাবিবুর রহমান বলেন, আমি প্রায় ১৫-২০ বছর যাবত মাছ চাষের সাথে জড়িত। আমার জীবনে এমন ঘটনা আর কখনোই ঘটেনি। আমার প্রায় ১৫ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। আমি চাই ঘটনার সঠিক তদন্ত করে যারা আমার এত বড় ক্ষতি করেছে তাদের আইনের আওয়ায় আনা হোক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনটি পুকুরের মাঝে একটি আমাদের তহসিল অফিসের। বাকি দুইটা ব্যক্তি মালিকানা। আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।