বিনোদন
24 Bangladesh
১ জুলাই, ২০২৫ | 12:28 PM
সব বিভেদ ভুলে এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি।
আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন রিয়ামনি। যেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে হিরো আলমের সঙ্গে দেখা যায়।
হাতে ছিল একটি স্ট্যাম্প। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান।
এর আগে, গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু।
এ ঘটনায় তার স্ত্রী রিয়ামনি বগুড়ায় ছুটে যান। তাকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসেন। আত্মহত্যার চেষ্টার ঘটনার পর হিরো আলম ও রিয়া মনির দূরত্ব কমে আসে। অবশেষে দুজন এক হলেন আবারও।