অর্থনীতি
24 Bangladesh
৩ আগস্ট, ২০২৫ | 6:59 AM
দীর্ঘ ১০ মাস বাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
রোববার পাঁচ হাজার ৪৪৩ পয়েন্ট নিয়ে শুরু করা মূল্যসূচক বেলা সোয়া ১১টায় দাঁড়ায় পাঁচ হাজার ৫৩৯ পয়েন্টে। দুপুর ১২টা ২ মিনিটে তা অবস্থান করছিল পাঁচ হাজার ৫৩৪ পয়েন্টে।
দেশের প্রধান পুঁজিবাজারে সবশেষ সাড়ে পাঁচ হাজার পয়েন্ট দেখা গিয়েছিল গত বছরের ১ অক্টোবর, সেদিন সূচক দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫৮৬ পয়েন্টে। এর পরদিন থেকে বাজারে পতন প্রবণতা শুরু হয়, সূচক নামে সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে।
এর আগে গত বছরের ১৬ মে পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের মূল্যসূচক সাড়ে ৫ হাজারের উপরে অবস্থান করছিল। এরপর বিক্রির চাপ বেড়ে যাওয়ায় বাজার দীর্ঘমেয়াদি পতনের ধারায় চলে যায়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১১ অগাস্ট সূচক ৬ হাজার ১৫ পয়েন্টে উঠেছিল। এ সূচক ১ অক্টোবর পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের উপরে অবস্থান করছিল।
এরপর আর সূচক সাড়ে পাঁচ হাজার পয়েন্ট স্পর্শ করেনি; পতনের ধারা দেখা যায় বাজারে।
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের আওতায় নেতৃত্বে পরিবর্তন, টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন, কারসাজি চক্রকে মোট অঙ্কের জরিমানা ও আইনি সংস্কারের ছাপ পড়তে শুরু করে গত জুনের শেষ দিক থেকে। শেয়ারের হাতবদল ও দর বৃদ্ধি পেতে শুরু করলে প্রভাব পড়ে সার্বিক লেনদেন ও সূচকের ওপর।
রোববার প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় লেনদেন ৬০০ কোটি ছাড়িয়ে যায়। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৩ কোটি টাকা।