বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

দাউদকান্দিতে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬১ জন

Picture of the author

24 Bangladesh

১০ জুলাই, ২০২৫ | 9:34 AM

Picture of the author

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত) উপজেলায় নতুন করে ৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।


এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩৩ জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে গতকাল দিবাগত রাত ১২টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ১০ জুলাই সকাল ১০টা পর্যন্ত মোট ১০ হাজার ৩৯১ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৩৫ জন। গুরুতর অবস্থায় ৩৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ