Logo
বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 14, 2025
বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 14, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

Picture of the author

24 Bangladesh

১৩ আগস্ট, ২০২৫ | 9:05 AM

Picture of the author

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকশ শিক্ষক অংশ নিয়েছেন।


শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা। কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন।


সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


এদিকে শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।


এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।


    জনপ্রিয়

    সর্বশেষ