Logo
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
আজকের শিরোনাম:

অর্থনীতি

অনিয়মের অভিযোগে বাতিল হলো ‘বিনিময়’

Picture of the author

24 Bangladesh

৫ আগস্ট, ২০২৫ | 10:20 AM

Picture of the author

অনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’কে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের নভেম্বরে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে লেনদেন সহজ করার লক্ষ্যে তৈরি হয়েছিল। 


ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রায় ৬৫ কোটি টাকা খরচে এটি তৈরি করে। লক্ষ্য ছিল নগদ লেনদেন কমানো। কিন্তু চালু হওয়ার পর থেকেই ‘বিনিময়’-এর বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অনিয়মের অভিযোগ উঠে। 


কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য—‘বিনিময়’ শুরু করার চুক্তিতে সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিশ্রুত ফি পায়নি। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘প্ল্যাটফর্মটি চালু করতে বাধ্য হয়েছিলাম, যা এখন স্থগিত করা হয়েছে।’ 


২০১৯ সালে সই করা চুক্তিতে সরকারি খরচে কেন্দ্রীয় ব্যাংক প্ল্যাটফর্মটি পরিচালনা করবে বলা হলেও বাংলাদেশ ব্যাংক বলছে, গত সাত-আট মাস ধরে প্ল্যাটফর্মটি অর্থ পরিশোধ করেনি। 


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গেটস ফাউন্ডেশনের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোর্স প্রতিষ্ঠান মোজালুপের সঙ্গে অংশীদারিত্বে নতুন আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। চলতি বছরেই নতুন ব্যবস্থা চালু হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।



সংশ্লিষ্টরা বলছেন—ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এর আদলে ‘বিনিময়’ তৈরি করা হয়েছিল। ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক ফিচারের অভাব, সীমিত প্রচারণা ও সিস্টেমের সঙ্গে জড়িত হতে ব্যাংকগুলোর অনীহার কারণে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি।

বাতিলের আগ পর্যন্ত প্ল্যাটফর্মটি আট ব্যাংক, তিন এমএফএস সরবরাহকারী ও দুই পিএসপি ব্যবহার করেছিল।

    জনপ্রিয়

    সর্বশেষ