Logo
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

আজ মাইলস্টোনের ছাত্র মাহতাবের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করবে বিমানবাহিনী

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 8:48 AM

Picture of the author

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির ছাত্র মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করবে বিমান বাহিনী।


আজ রোববার দুপুর দেড়টার দিকে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা রয়েছে। পরে তারা মাহতাবের পরিবারের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানাবে।


গতকাল শনিবার গণমাধ্যম পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিমান বাহিনীর উইং কমান্ডার আতিক।


এর আগে টানা ৩ দিন মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়ে ছিলেন, তার প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত বৃস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে মাহতাবের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সমকালকে বলেন, শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে মাহতাবের অবস্থা ছিল সঙ্কটাপন্ন। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ওই দিন দুপুরে তার মৃত্যু হয়।


মাহতাব দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বড় বোন নাবিলা একই স্কুলের ১০ম শ্রেণিতে পড়ে এবং ছোট বোন নাইসার বয়স ৩ বছর। তার বাবা গ্রেটওয়াল সিরামিকের এজিএম। তার মরদেহ গত বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

    জনপ্রিয়

    সর্বশেষ