বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

বৃষ্টিতে খাগড়াছড়ির নদ-নদীর পানি বৃদ্ধি

Picture of the author

24 Bangladesh

৯ জুলাই, ২০২৫ | 9:26 AM

Picture of the author

টানা বৃষ্টির কারণে পার্বত্য জেলা খাগড়াছড়ির নদ-নদী ও ছড়ার পানি দ্রুত বাড়ছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু নিচু এলাকায় প্রবেশ করেছে। বর্তমানে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে চেঙ্গী নদীর পানি।


এদিকে, দীঘিনালা উপজেলার মেরুং স্টিল ব্রিজ এলাকার দীঘিনালা-লংগদু সড়কে মাইনী নদীর পানি উঠেছে। তবে, এখনো এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে জেলা সদরের শালবন, সবুজবাগ, কলাবাগান, কুমিল্লাটিলাসহ কয়েকটি চিহিৃত এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 


বুধবার (৯ জুলাই) শালবন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে পাহাড় ও এর পদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। তাদের আশ্রয়কেন্দ্রে উঠতে আহ্বান জানানো হয়।


জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, দুর্যোগপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে যাবেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।



    জনপ্রিয়

    সর্বশেষ