বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

‘যারা ভোটাধিকার হরণে সহায়তা করেছে তাদেরও গ্রেপ্তার করতে হবে’

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 10:02 AM

Picture of the author

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। 


তিনি বলেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধু তাদেরকে গ্রেপ্তার করলেই হবে না। আরও যারা আছে, যারা আমার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যারা এদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।


সোমবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘১৪, ১৮, ২৪ অবৈধ নির্বাচনে সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করা’র দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদীন বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একদিনে হয়নি। বিগত ১৬ বছর বিএনপিসহ গণতন্ত্রকামী দলের নেতাকর্মীরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলন চালিয়ে গিয়েছে। বাংলাদেশে ১৬ বছর আন্দোলনের সেই সমর্থনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লব। সেই বিপ্লবের কারণে ছাত্র-জনতাকে ধন্যবাদ অবশ্যই জানাবো।


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারা বছর যারা আমার সঙ্গে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন- শুধু আন্দোলন করে খবরদারি করলে চলবে না, চাঁদাবাজি করলে চলবে না, মানুষের জমি দখল করলে চলবে না।

তিনি বলেন, যদি সরকার গঠন করি, আমি রক্ত দিয়েছি, পুলিশের সঙ্গে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করব- এটা যদি কেউ করে, তা কখনো হতে দেওয়া যাবে না, হতে পারবে না।

বিএনপির এই নেতা সরকারের উদ্দেশে বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বেছে নিতে দিন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে ক্ষমতা গ্রহণ করবে- সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে হাসিনা কাজ করতে দেয়নি, তার পরিণাম জেলখানা, তার পরিণাম মামলা।




    জনপ্রিয়

    সর্বশেষ