বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

আপনার পাসওয়ার্ড সুরক্ষিত কি না জানিয়ে দেবে যে ৪ টুল

Picture of the author

24 Bangladesh

১৫ জুলাই, ২০২৫ | 9:09 AM

Picture of the author

বুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকেরই রয়েছে সরব উপস্থিতি। এত এত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকায় একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করার প্রবণতা দেখা যায়।


ভেবে দেখেছেন কি একবার পাসওয়ার্ড হ্যাক হলে সব সোশাল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে হ্যাকাররা। তাই নিরাপত্তার গলদ এড়াতে শক্তপোক্ত পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প নেই।

কিন্তু কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকাররা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কি না? এখানে এমন চারটি টুলের সন্ধান রয়েছে, যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না।


হ্যাভ আই বিন পনড

জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে।


গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার

গুগল অ্যাকাউন্টে যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কি না এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপদমুক্ত কি না জানিয়ে দেব এই প্ল্যাটফর্ম। আপনার যাবতীয় তথ্য পরীক্ষানিরীক্ষা করে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে এই পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোন পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুনর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে নিরাপদ থাকবে সোশ্যাল অ্যাকাউন্ট, সেই পরামর্শও দেয়।


মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর

এটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে তা জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।


গুগলের ডার্ক ওয়েব মনিটরিং

আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে চলে যাচ্ছে না তো? এবার সেই তথ্য পেয়ে যাবেন অনায়াসে। গুগলের ডার্ক ওয়েব মনিটরিং ফিচারের কাজ হলো ডার্ক ওয়েব স্ক্যান করা। আর তাতেই জানা যায় আপনার ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ডগুলো সুরক্ষিত কি না। যদি আপনার কোনো তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে, তবে তা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।টুল



    জনপ্রিয়

    সর্বশেষ