বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক আলোচনা বানচাল করতে হামলা করেছে ইসরায়েল: তুরস্ক

Picture of the author

24 Bangladesh

২১ জুন, ২০২৫ | 1:36 PM

Picture of the author

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (২১ জুন) ইস্তানবুলে আয়োজিত অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির এক সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের ‘বিষমাখা’ কথাবার্তা অগ্রাহ্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, সংঘাত আরও বৃহৎ আকার ধারণ করার আগেই আলোচনার মাধ্যমে সব শান্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। কথাবার্তা অগ্রাহ্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, সংঘাত আরও বৃহৎ আকার ধারণ করার আগেই আলোচনার মাধ্যমে সব শান্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিমুসলিম প্রধান দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখে।


তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে নতুন দফা বৈঠকের আগ দিয়ে হামলা করে পুরো প্রক্রিয়াটা বানচাল করার চেষ্টা করেছে ইসরায়েল। তারা প্রমাণ করলো, কূটনীতির মাধ্যম সমাধান খুঁজতে তারা আগ্রহী নয়।ত।



    জনপ্রিয়

    সর্বশেষ