মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

১ম টি–টোয়েন্টি: ১১০ রানে অলআউট পাকিস্তান

Picture of the author

24 Bangladesh

২০ জুলাই, ২০২৫ | 2:08 PM

Picture of the author

মিরপুরে প্রথম টি–টোয়েন্টিতে পাকিস্তানকে ১১০ রানে অলআউট করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সংস্করণে এটিই দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১২৯/৭, ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপে।


পাকিস্তান শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১১০ রান নিয়ে। ওভারের প্রথম তিন বলেই উইকেট হারিয়ে অলআউট দলটি। তাসকিনের করা ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউট অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি ক্যাচ দেন লিটন দাসকে।৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন তাসকিন।


সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, আব্বাস ২২, খুশদিল ১৭; তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬, তানজিম ১/২০, মেহেদী ১/৩৭)।





    জনপ্রিয়

    সর্বশেষ