বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

নিষেধাজ্ঞায় পড়তে পারেন পান্ত, কেন এমন শাস্তি?

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 7:35 AM

Picture of the author

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্টের তৃতীয় দিন আম্পায়ারকে বল বদলের অনুরোধ করেছিলেন ঋষভ পান্ত। আম্পায়ার বিষয়টি গ্রাহ্য না করায় রাগে বল ছুড়ে দেন তিনি। এই ঘটনায় শাস্তি পেতে পারেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এক ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে প্রথম টেস্টের তৃতীয় দিন আম্পায়ারকে বল বদলের অনুরোধ করেছিলেন ঋষভ পান্ত। আম্পায়ার বিষয়টি গ্রাহ্য না করায় রাগে বল ছুড়ে দেন তিনি। এই ঘটনায় শাস্তি পেতে পারেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এক ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি।



তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। ততক্ষণে ৬১ ওভার খেলা হয়েছিল। আম্পায়ার ক্রিস গাফফানি সেই অনুরোধ শোনেননি। তার কিছুক্ষণ পরেই দেখা যায়, মাঠের অপর আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়েছেন পান্ত। তার কাছে গিয়েও বল বদলের অনুরোধ করেন পান্ত।

বলের আকার নষ্ট হয়েছে কি না তা যাচাই করার জন্য আম্পায়ারদের কাছে একটা যন্ত্র থাকে। তাতে পরীক্ষা করে রাইফেল জানান, বলের আকার ঠিক আছে। পান্ত এই সিদ্ধান্ত মানতে পারেননি। রাগে বল ছুড়ে ফেলেন তিনি। তারপর ফিরে যান নিজের জায়গায়। আম্পায়ার রাইফেলের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি পান্তের কাজে খুশি হননি।


ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সেই সিদ্ধান্ত একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেটা আউট হওয়ার ক্ষেত্রে। বল বদলের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ অপরাধের সমান। রাইফেল যদি তার রিপোর্টে পান্তের এই বিরক্তির কথা লেখেন তা লে শাস্তি পেতে হতে পারে তাকে।


প্রসঙ্গত, জাসপ্রিত বুমরাহ’র বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে টেস্টের তৃতীয় দিন ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ৬ রানের লিড পায় ভারত। 





    জনপ্রিয়

    সর্বশেষ