Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

ভারতে আটক জার্মান টিকটকার নোয়েল রবিনসন

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 5:38 AM

Picture of the author

টিকটকের জনপ্রিয়তায় মাতিয়ে তোলা জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন এবার ভারতের বেঙ্গালুরুতে পড়লেন পুলিশের ঝামেলায়। গত বুধবার শহরের ব্যস্ত রাস্তায় নাচতে নাচতে ভিডিও বানানোর সময় অনুমতি না থাকায় তাকে আটক করে পুলিশ।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নাচের একটি দৃশ্য ভিডিও করতে গিয়ে সড়কে বেশ ভিড় জমে যায়। জনসুরক্ষার বিষয়টি মাথায় রেখে বেঙ্গালুরু পুলিশ তাকে প্রায় ১৫ মিনিটের জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে সতর্ক করে ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নোয়েল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে গাড়িতে তুলছেন, আর সে সময় তার মাথা গাড়ির দরজার সঙ্গে ধাক্কা খাচ্ছে। পরে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘এই প্রথম পুলিশ স্টেশনে যেতে হলো! একটু ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল হয়তো জেলে পাঠাবে। কিন্তু ভাগ্যক্রমে সব ঠিক আছে। আমি নিরাপদে আছি এবং ভারতকে ভালোবাসি।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘বন্ধুরা চিন্তা কোরো না! এমন অভিজ্ঞতা যেকোনো দেশেই হতে পারে। এই ছোট একটা ঘটনার কারণে ভারতের প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না।’

উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও ধারণের সময় একই কারণে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল।

২০০১ সালে জন্ম নেওয়া নোয়েল রবিনসনের শিকড় নাইজেরিয়ায় হলেও তিনি বড় হয়েছেন জার্মানিতে, মায়ের কাছে। আফ্রো চুল, হিপ-হপ ও ফ্রি-স্টাইল নাচের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।


তথ্যসূত্র : এনডিটিভি


    জনপ্রিয়

    সর্বশেষ