মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

জবস

জেলায় সরকারি চাকরি, শূন্য পদ ৮৬

Picture of the author

24 Bangladesh

১৮ জুলাই, ২০২৫ | 8:20 AM

Picture of the author

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখা সম্প্রতি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮৬টি শূন্য পদ।


শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাণিজ্য বিভাগ থেকে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। তবে, রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের ক্ষেত্রে যেকোনো বিভাগ থেকে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে। এছাড়াও, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ সর্বনিম্ন গতি থাকতে হবে।


বয়সসীমা: ১০ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।


আবেদনপ্রক্রিয়া: আগ্রহীপ্রার্থীরা http://dclgnetrakona.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের সময়সীমা-

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৫, সকাল ৯ টা থেকে
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫, বিকাল ৫ টা

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ১০ আগস্ট ২০২৫ বিকেল ৫ টার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টা।


আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।




    জনপ্রিয়

    সর্বশেষ