বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

ফেনীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Picture of the author

24 Bangladesh

৮ জুলাই, ২০২৫ | 9:54 AM

Picture of the author

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন ফেনী জেলার ছয় উপজেলার স্বাস্থ্য সহকারীরা।


মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে অংশ নেওয়া সোনাগাজী উপজেলার চরচান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী খাদিজা ইয়াছমিন বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। বিগত সময়ে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


সহ-স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ঝড়বৃষ্টি, তুফান ও জলবদ্ধতার মধ্যে দাবি আদায়ের জন্য আমরা সকলে সমবেত হয়েছি। আমার চাকরির বয়স ২১ বছর। ২১ বছরের মাথায় আমি সহ-স্বাস্থ্য পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছি। অথচ আমার বেতন এক টাকাও বাড়েনি। আমাদের দাবিসমূহ বিগত সরকার বাহাদুরদের কাছে পৌঁছালেও উনারা শুধুই আশার বাণী দিয়েছেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।


    জনপ্রিয়

    সর্বশেষ