বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ ডিএনসিসির

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 9:32 AM

Picture of the author

ডিএনসিসির সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

ডিএনসিসির সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

নগরবাসীর অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ চালু করেছে ডিএনসিসি। www.thegreensavers.org/treehospital ওয়েবসাইট অথবা ০১৯০৯১১০৬০০ নম্বরে কল করে নাগরিকরা সহায়তা নিতে পারবেন।

একই দিনে বনানীতে ‘জিরো সয়েল’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়, যার লক্ষ্য নগরের উন্মুক্ত মাটি ঘাস ও গাছে ঢেকে ধুলা নিয়ন্ত্রণ করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ কমাতে বর্ষা মৌসুমে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে তিন মাসব্যাপী বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ জুন) পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির প্রশাসক বলেন, 'ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আমরা বর্ষায় ৩ থেকে ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছি।'




    জনপ্রিয়

    সর্বশেষ