খেলা
24 Bangladesh
২৮ জুন, ২০২৫ | 10:56 AM
শেষ বলে দরকার ৬ রান। ব্যাটিংয়ে শেমরন হেটমায়ার, বোলিংয়ে কাইরন পোলার্ড। এমন সমীকরণে কাজটা কত কঠিন, তা কারও অজানা নয়। কিন্তু এই কঠিন কাজটাই করেছেন হেটমায়ার।
ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান পোলার্ডের মিডল স্টাম্প বরাবর করা বলটিতে হাঁটু গেড়ে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দেন। তাতে মুম্বাই নিউইয়র্কের বিপক্ষে সিয়াটল অরকাস জিতেছে ৩ উইকেটে। এর মধ্য দিয়ে মুম্বাইয়ের করা ২৩৭ রান টপকে মেজর লিগ ক্রিকেটে রান তাড়ার নতুন রেকর্ডও গড়েছে দলটি।
এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ওয়াশিংটন ফ্রিডমের। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ২২১ রান তাড়া করেছিল তারা। এই ঘটনার দেখা মিলেছিল চলতি মাসের ২২ জুন। গতকালও নতুন রেকর্ড হয়েছিল এই টুর্নামেন্টে। কোনো ফিফটি ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ওয়াশিংটন ফ্রিডম (২১৪ রান।)
শুধু এক বলে দলকে ছক্কা মেরে হেটমায়ার জিতিয়েছেন তা নয়। তিনি খেলেছেন অপরাজিত ৪০ বলে ৯৭ রানের ইনিংস। জয়ের শেষ ২ ওভারে ৩২ রান দরকার ছিল সিয়াটলের। এই ১২ বলের মধ্যে হেটমায়ার খেলেন ৮টি বল। এর মধ্যে ছক্কা মারেন ৪টিতে। মানে একাই দলকে জিতিয়েছেন তিনি।
এমন একটি ম্যাচ সিয়াটল ও হেটমায়ারের জন্য দরকার ছিল। কারণ, সিয়াটল দলটি এই ম্যাচ জয়ের আগে হেরেছে টানা ১০ ম্যাচে। এর মধ্যে এবারের আসরে হেরেছে টানা ৫টিতে। হেটমায়ার নিজেও ছন্দে ছিলেন না। আইপিএলে ১৪ ম্যাচে রান করেছিলেন ২৩৯। যেখানে তাঁর সতীর্থ নিকোলাস পুরান করেন ৫২৪ রান। এর আয়ারল্যান্ড সিরিজেও তিনি রান পাননি। তাতে অনেকেই তাঁকে ওভাররেটেডও বলেছিলেন। সেই ক্ষোভ যেন ঝেড়েছেন এই ম্যাচে। এবারের মেজর লিগ ক্রিকেটে এটি তাঁর প্রথম ফিফটি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে হেটমায়ার বলেছেন, ‘এটা আমার সেরা ইনিংসগুলোর একটি। কারণ, আমরা তখন একেবারে চাপের মধ্যে ছিলাম, জয়ের বিকল্প ছিল না। আগের ম্যাচটা এখনো মাথায় ঘুরছে, কারণ আমার মনে হয়েছিল, সেটাও আমরা জিততে পারতাম। তাই আজ মাঠে নেমে দলকে জেতাতে পারাটা সত্যিই দারুণ অনুভূতির।