বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

জন সিনা রেসলিং থেকে বিদায় নিচ্ছেন !

Picture of the author

24 Bangladesh

৮ জুলাই, ২০২৫ | 9:19 AM

Picture of the author

বেশ কয়েক বছর ধরেই হলিউডে অভিনয় করছেন জন সিনা। রেসলিং থেকে হলিউডে আসা তারকাদের মধ্যে জন সিনাই নজর কেড়েছেন আলাদাভাবে।


বিশেষত কমেডি ঘরানার সিনেমায় জনপ্রিয়তায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘হেডস অব স্টেট’। এই সিনেমার প্রচারণার জন্য সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন নিজের অবসর নিয়ে।


জন সিনা বলেছেন, ‘এত বছর যখন একটা খেলার মধ্যে থাকবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার শরীর ছেড়ে দিচ্ছে। তখন নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এটার সঙ্গে ঠিক কত দিন লড়ব? আমার শরীর এখনো ভালোই আছে। চাইলে আরও কিছুদিন লড়তেও পারব। কিন্তু আমার কাছে মনে হয়, তরুণদের জন্য মঞ্চটা ছেড়ে দেওয়া উচিত।’


তবে জন সিনা সিদ্ধান্তটা হুট করে নেননি। নিজের বিদায়ের গল্পটা লিখে রেখেছেন ছয় মাস আগেই। জন সিনার ভাষায়, ‘আগেই বলেছি, অন্তত ৩৬টি (যুক্তরাষ্ট্রের) রাজ্যে পারফর্ম করতে চাই। তখন অনেকেই বিশ্বাস করেনি। তবে আমার মনে হয়, বছরের অর্ধেক পথ পেরিয়ে আমি তার অনেকটাই শেষ করতে পেরেছি। ডিসেম্বরেই আমার রেসলিং ক্যারিয়ারে ইতি টানছি।’


তাই বলে জন সিনা যে ডব্লিউডব্লিউইতে ফেরার সব সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন, তা নয়। আবার ভক্তদের আশাও দিচ্ছেন না, ‘২৫ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এখন আমি ওই দর্শকসারিতে বসে উপভোগ করতে চাই। নিজের লাভের খাতিরে ভক্তদের সঙ্গে এত বছরের সম্পর্ক নষ্ট করতে চাই না। যদিও রেসলিংয়ে কেউ কখনো “বিদায়” নেয় না, তবুও আমি আমার ইতি টানতে চাইছি ডিসেম্বরে।’


ডিসেম্বরে বিদায়ী ম্যাচ খেলার আগে আর মাত্র ১৫ বার রিংয়ে দেখা যাবে জন সিনাকে। তাঁর বক্তব্য, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ২৩ বছর। আমার বয়স এখন ৪৮। ভক্তদের কথা দিয়েছিলাম, যদি নিজের সর্বোচ্চটা দিতে না পারি, তাহলে জোর করে থাকব না। আমি এখন জীবনের সে পর্যায়ে পৌঁছে গেছি।’


    জনপ্রিয়

    সর্বশেষ