বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

‘হেরা ফেরি থ্রি’-তে থাকছেন পরেশ রাওয়াল

Picture of the author

24 Bangladesh

৩০ জুন, ২০২৫ | 2:05 PM

Picture of the author

‘বাবু ভাইয়া’ চরিত্রে তাকে ছাড়া সিনেমার কল্পনাই যেন করতে পারছিলেন না ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ নিজেই নিশ্চিত করেছেন তার ফেরার কথা।

বলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’–তে শেষ পর্যন্ত থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল।


‘বাবু ভাইয়া’ চরিত্রে তাকে ছাড়া সিনেমার কল্পনাই যেন করতে পারছিলেন না ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ নিজেই নিশ্চিত করেছেন তার ফেরার কথা।

পরেশ বলেন—“না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ব রয়েছে।”

তিনি আরও জানান, “আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ— প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল— সবাই বহুদিনের বন্ধু। শুধু একটু সমন্বয়ের দরকার ছিল, সেটাও হয়ে গেছে।”

এর আগে গুঞ্জন ওঠে, অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান 'কেপ অফ গুড ফিল্মস' ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠিয়েছিল। যদিও অভিনেতা পরে ১১ লাখ টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দেন ১৫% সুদ-সহ। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, তিনি আর থাকছেন না সিনেমাটিতে।

এদিকে, অভিনেত্রী সোনাক্ষী সিনহা-ও মন্তব্য করেন—“পরেশ রাওয়ালকে ছাড়া ‘হেরা ফেরি থ্রি’ কল্পনাই করা যায় না।”

পরেশ রাওয়ালের বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। একজন লেখেন, “আজকের সেরা খবর! হেরা ফেরি ৩ আসছে, আর বাবু ভাইয়াও ফিরছেন। অক্ষয়, সুনীল আর পরেশকে একসঙ্গে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না!”

এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তি ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফের হেরা ফেরি’ (২০০৬) দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।


    জনপ্রিয়

    সর্বশেষ