Logo
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

‘আমার হৃদয় ভেঙে গেছে’ শোক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Picture of the author

24 Bangladesh

২৩ জুলাই, ২০২৫ | 7:27 AM

Picture of the author

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শোকের এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার কথাও ব্যক্ত করেন তিনি।


বুধবার (২৩ জুলাই) ফেসবুক পোস্টে এক শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।’


শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।’


বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন।


প্রধান উপদেষ্টার উদ্দেশে আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।’

    জনপ্রিয়

    সর্বশেষ