Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 4:58 AM

Picture of the author

গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই এক শিশুকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের। 

অ্যান্থনি অ্যাগুইলার জানান, নিহত ফিলিস্তিনি ক্ষুধার্ত ওই শিশুর নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কর্মকর্তা। গত মাসে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেন। এরপর গত সোমবার একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা জানান তিনি।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টে অ্যাগুইলার বলেন, গত ২৮ মে তিনি গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। সেদিন তিনি আমির নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন।

অ্যাগুইলার বলেন, ছেলেটা খালি পায়ে হেঁটে এসেছিল। তার গায়ে ছেঁড়া-ফাটা জামাকাপড় ছিল। কাপড়গুলো তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল। সে ১২ কিলোমিটার হেঁটে এসেছে। সে আমাদের দেওয়া অল্প খাবার নিয়ে খুবই খুশি হয়েছিল। তখন সে তার কঙ্কালসার, ময়লা দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয়। তারপর ইংরেজিতে বলে, থ্যাংক ইউ। এরপর সে খাবার নিয়ে ফিরে যায়।

ইসরায়েলি সেনাদের নির্মমতা নিয়ে সাবেক এই মার্কিন সেনা আরও বলেন, কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অনেক মানুষ গুলিতে পড়ে যায়। আমিরও তাদের একজন।

চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণসহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করে। বিতর্কিত এই ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 


    জনপ্রিয়

    সর্বশেষ