বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 5:39 AM

Picture of the author

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাতবর বাজার বেড়িবাধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. রকি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাতবর বাজার বেড়িবাধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. রকি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



রকিকে হাসপাতালে নিয়ে আসা রুবেল নামে এক ব্যক্তি জানিয়েছেন, রাতে কামরাঙ্গীরচর থানার মতলব বাজার বেড়িবাধ এলাকায় পলাশের সাথে কথা কাটাকাটি হয় রকির। এক পর্যায়ে তার বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয় পলাশ। পরের গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল জানিয়েছেন, রকির বাসা কামরাঙ্গীরচর থানার মতলব বাজারে এলাকায়। তিনি মোঃ আমানের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, কামরাঙ্গীরচর থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।




    জনপ্রিয়

    সর্বশেষ