রাজনীতি
24 Bangladesh
১৪ আগস্ট, ২০২৫ | 9:38 AM
আগামী বছরের ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তাই ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।