বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

‘ঘ্রাণ’-নিঃসন্দেহে মা-পুত্র সম্পর্কের সজল আয়না

Picture of the author

24 Bangladesh

২৭ জুন, ২০২৫ | 7:52 AM

Picture of the author

মা-শব্দটি যেন পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম। সেই অনুভব নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ঘ্রাণ’। মায়ের প্রতি সন্তানের নিঃশব্দ ভালোবাসা, অব্যক্ত অনুশোচনা আর স্মৃতির হাহাকার নিয়ে বোনা হয়েছে এর গল্প। নাটকটি ইউটিউবে মুক্তির দুই সপ্তাহেই ৭১ লাখের বেশি দর্শকের হৃদয় ছুঁয়েছে।

মা-শব্দটি যেন পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম। সেই অনুভব নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ঘ্রাণ’। মায়ের প্রতি সন্তানের নিঃশব্দ ভালোবাসা, অব্যক্ত অনুশোচনা আর স্মৃতির হাহাকার নিয়ে বোনা হয়েছে এর গল্প। নাটকটি ইউটিউবে মুক্তির দুই সপ্তাহেই ৭১ লাখের বেশি দর্শকের হৃদয় ছুঁয়েছে।

মাশরিকুল আলমের নির্মাণে ও ইমদাদ বাবুর গল্পে রচিত এই নাটকে অপূর্বর চরিত্রে দেখা যায় এক ছেলেকে-যে জানেই না তার মায়ের জন্মদিন কবে! প্রেমিকার খালার জন্মদিনের আয়োজনে গিয়ে হঠাৎই বুকের ভেতর ওঠে প্রশ্ন-মায়ের জন্মদিন কেন মনে নেই? এই 'না-জানা' থেকে শুরু হয় এক আবেগঘন অনুসন্ধান, যা শুধু তার নয়-সমস্ত দর্শকেরই এক আত্মজিজ্ঞাসায় রূপ নেয়।

নাটকে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নিহা। মায়ের চরিত্রে রয়েছেন শেলী আহসান, যিনি নিজের অনুভব জানিয়ে বলেন, ‘এমন একটি সন্তান যদি প্রতিটি মায়ের জীবনে থাকত, পৃথিবীটা আরও সুন্দর হতো।’ অপূর্বর মতে, ‘যাদের মা নেই তারা কাঁদবে, যাদের মা আছেন তারাও।’

‘ঘ্রাণ’ এককথায় শুধুই নাটক নয়-এ যেন প্রতিটি সন্তানের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধের করুণ প্রতিচ্ছবি। যে সমাজ মাকে ভুলতে বসেছে, সেই সমাজেই আবার এক নতুন আলো ছড়ায় এই নাটক। দর্শকেরাও জানাচ্ছেন ভালোবাসা ও কৃতজ্ঞতা। একজন মন্তব্য করেছেন, ‘মা জীবিত, তবু যেন তিনি অনেক দূরের কেউ-নাটকটি দেখে চোখের অশ্রু আর পিছু হটেনি।’

বিশেষ করে প্রবাসীদের প্রতিক্রিয়াগুলো ছিল হৃদয়বিদারক। একজন লিখেছেন, ‘মাকে নিয়ে এমন নাটক আগে কখনও দেখিনি। সংলাপগুলো যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাস।’

‘ঘ্রাণ’-নিঃসন্দেহে এক চিরচেনা অথচ নতুন করে দেখা মা-পুত্র সম্পর্কের সজল আয়না। যা দেখলে হয়তো মনে হবে, আমরা আসলে অনেক আগেই ভুলে গিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে-আমাদের মা-কে।



    জনপ্রিয়

    সর্বশেষ