Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

Picture of the author

24 Bangladesh

১৪ আগস্ট, ২০২৫ | 12:02 PM

Picture of the author

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে পাথর লুটের অভিযোগে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র এলাকায় পাথর লুটপাটের ঘটনায় আলোচনার মধ্যে তাকে আটক করা হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সাদা পাথর এলাকা থেকে পাথর লুটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ইসলামপুর এলাকা থেকে আটক করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে গত এক বছরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে পাথর লুট চলেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ স্থানটি এখন প্রায় বিরাণভূমিতে পরিণত হয়েছে। গোটা এলাকা ধু-ধু বালুচরে ঢেকে গেছে।


স্থানীয়দের দাবি, গত এক বছরে সাদা পাথর এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।

    জনপ্রিয়

    সর্বশেষ