সারাদেশ
24 Bangladesh
১৩ আগস্ট, ২০২৫ | 12:44 PM
টানা ৬ ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফলে চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।
বুধবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। এ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, বিকেল তিনটা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ৬ ঘণ্টার অবরোধে ইতোমধ্যে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।