খেলা
24 Bangladesh
৯ আগস্ট, ২০২৫ | 11:33 AM
লন্ডনের ক্রাউচ অ্যান্ড ক্রিকেট ক্লাবের এক সন্ধ্যা যেন রূপ নিলো বন্ধুত্বের অনন্য গল্পে। দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ সিরাজউল্লাহ খাদেমের জন্য ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে বল, হেলমেট, প্যাড, জুতা-সব উপহার দিলেন সাকিব আল হাসান। এমন উপহার পেয়ে সিরাজউল্লাহর আনন্দের শেষ নেই।
ফেসবুকে রিলস পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দোস্ত। জুতা, মোজা-ক্রিকেটের যা যা লাগে, তুই আমাকে সব দিয়েছিস। আমার জীবনে এই প্রথম কেউ ক্রিকেটের সামগ্রী উপহার দিল। তাও আবার এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।’
শুধু উপহারই নয়, সাকিবের আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় শুভকামনাও জানালেন তিনি, ‘সিপিএলে তোকে জানাই শুভকামনা। আর কী বলার আছে। তুই তো জানিসই আমার দোয়া সব সময় থাকে। তুই ভালো খেললে আমরাও ভালো থাকি। তোর খেলাগুলো উপভোগ করি। আশা করি, তুই সামনে আরও ভালো করবি। দোয়া করি।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সাকিব। পিএসএল ও জিএসএলের পর এবার তিন বছর পর সিপিএলে ফিরছেন, খেলবেন অ্যান্টিগা বারবুডা ফ্যালকনসের হয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৪৯৮, শীর্ষে থাকা রশিদ খানের উইকেট ৬৫১।