Logo
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
আজকের শিরোনাম:

খেলা

পাকিস্তানের কাছে হার ওয়েস্ট ইন্ডিজের

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 5:12 AM

Picture of the author

 সম্প্রতি নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি–টোয়েন্টি মিলিয়ে টানা ৮ ম্যাচ হারা ওয়েস্ট ইন্ডি এবার যুক্তরাষ্ট্রে হারল পাকিস্তানের কাছে।


ফ্লোরিডার লডারহিলে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করেছিল আগা সালমানের দল। জবাবে ক্যারিবীয়রা ৭ উইকেটে ১৬৪ রান করতে পেরেছে।



সম্প্রতি বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরিয়েছে অভিজ্ঞ দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। আফ্রিদি ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিলেও রউফ ছিলেন খরুচে। ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন তিনি।


ব্যর্থতার বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতে যদি কিছু থেকে থাকে, সেটা টসে জয়! এর আগে ক্যারিবীয় অধিনায়কেরা টানা ৯ ম্যাচে টসে হেরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচেই ‘মুদ্রা ভাগ্য’ শাই হোপের বিপক্ষে গেছে। সব ম্যাচেই তাঁর দলকে আগে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।


অবশেষে শাই হোপ আজ টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান। তবে তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। পাওয়ারপ্লেতে শুধু সাহিবজাদা ফারহানকে এলবিডব্লুর ফাঁদে ফেলতে পারেন শামার জোসেফ। এরপর অভিজ্ঞ ফখর জামানের সঙ্গে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব। শেষ দিকে ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিসেরও ‘ক্যামিও’তে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। 


আইয়ুব পেয়েছেন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি। পরে বোলিংয়েও ঝলক দেখিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে।



দারুণ ফর্মে থাকা ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের পেশিতে টানা লাগায় এই সিরিজে খেলতে পারছেন না। তাঁদের অভাব ভালোভাবেই টের পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


    জনপ্রিয়

    সর্বশেষ