বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

না বুঝে ডাউনলোড অনুমতি ঝুঁকিপূর্ণ

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 2:16 PM

Picture of the author

সাইবার চক্রের নতুন হাতিয়ার এপিকে। সংক্ষেপে বললে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ বা এপিকে। নব্য ঘরানার সাইবার আক্রমণে বিশেষভাবে ফাইলটি শনাক্ত করেছেন গবেষকরা। কয়েকটি পন্থায় এপিকে ফাইল ডাউনলোডে বিভ্রান্তের প্রচেষ্টা চলে সব সময়।

সাইবার চক্রের নতুন হাতিয়ার এপিকে। সংক্ষেপে বললে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ বা এপিকে। নব্য ঘরানার সাইবার আক্রমণে বিশেষভাবে ফাইলটি শনাক্ত করেছেন গবেষকরা। কয়েকটি পন্থায় এপিকে ফাইল ডাউনলোডে বিভ্রান্তের প্রচেষ্টা চলে সব সময়।

ল্যাপটপ, স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসে এমন ফাইল ডাউনলোড করলেই হ্যাকাররা তাৎক্ষণিক উদ্দেশ্য পূরণ করে। হতে পারে তা আর্থিক বা একেবারে ব্যক্তিগত।

প্রথমেই স্মার্ট ডিভাইসটি চলে যাবে প্রতারক চক্রের নিজস্ব নিয়ন্ত্রণে। ঠিক তখন থেকেই শুরু ব্ল্যাকমেইল। অনেকে আবার সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। নিয়ন্ত্রণ নিতে চাইবে ফটো বা ভিডিও গ্যালারিতে। অর্থাৎ যা কিছু সম্ভব, নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা করবে।

বিশেষ চক্রটি আগে কোনো ব্যাংক-বীমা বা অন্য কোনো পরিষেবা দাতার সার্ভিস নাম ভাঙিয়ে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়াত। ওই সব লিঙ্কে নীরব ঘাতক হয়ে থাকত ম্যালিশিয়াস, যা ক্লিক করলেই বিপদ অনিবার্য।

ব্যাংক বা পরিষেবার সুনির্দিষ্ট লোগো, সিল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অনেক ঘটনাই সামনে আসছে। কখনও আবার অন্যসব সোশ্যাল মিডিয়ায় নতুন ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে চলছে অবিরাম প্রচেষ্টা।

বিশেষ নিরাপত্তার প্রয়োজনে সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নিজের ব্যবহৃত স্মার্ট ডিভাইসে অবশ্যই অনুমোদিত অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সচল রাখতে হবে। ফলে অনেকাংশে ক্ষতিকর এপিকে ফাইল ডাউনলোড করার আগে ডিভাইস থেকে ওয়ার্নিং মেসেজ দৃশ্যমান হবে, যা ক্ষতির ঝুঁকি এড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

কিছুদিন ধরে বিশেষ উদ্দেশ্যে টার্গেটকে কখনও রিওয়ার্ড পয়েন্ট জিতবে, কখনও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে এপিকে ফাইল ছড়ানোর ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই ফাইল স্মার্ট গ্যাজেটে কোনোভাবে রান করাতে পারলেই ঝুঁকি বাড়বে। ডিভাইসে ঘটবে ক্ষতিকর অনুপ্রবেশ।


    জনপ্রিয়

    সর্বশেষ