Logo
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
শুক্রবার, ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 1, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

পাকিস্তানি গোলাবর্ষণে অনাথ হওয়া ২২ শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

Picture of the author

24 Bangladesh

৩০ জুলাই, ২০২৫ | 6:56 AM

Picture of the author

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানি গোলাবর্ষণে অনাথ হয়ে পড়া ২২ শিশুর সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব নিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা জানিয়েছেন, এসব শিশুর স্নাতক সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের শিক্ষার যাবতীয় খরচ রাহুল গান্ধী নিজে বহন করবেন।

তিনি আরও বলেন, “এই সপ্তাহেই প্রথম ধাপের সহায়তা অর্থ ছাড় করা হবে, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা অব্যাহত রাখতে পারে।”


উল্লেখ্য, রাহুল গান্ধী গত মে মাসে পুঞ্চ সফরের সময় স্থানীয় কংগ্রেস নেতাদের অনুরোধ করেছিলেন, যেন পাকিস্তানি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত শিশুদের একটি তালিকা তৈরি করা হয়। পরে সরকারি রেকর্ড যাচাই করে একটি সমীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জন শিশুর নাম নির্ধারণ করা হয়।

সফরের সময় তিনি ক্রিস্ট পাবলিক স্কুলে গিয়ে উর্বা ফাতিমা ও জাইন আলীর সহপাঠীদের সঙ্গে দেখা করেন।

সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, আমি তোমাদের নিয়ে খুব গর্বিত। তোমরা তোমাদের ছোট্ট বন্ধুকে মিস করছ, আমি খুব দুঃখিত। এখন হয়তো কিছুটা ভয় লাগছে, কিন্তু চিন্তা কোরো না—সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলা করো এবং স্কুলে অনেক বন্ধু বানাও।

রাহুল গান্ধীর এই উদ্যোগ ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।



    জনপ্রিয়

    সর্বশেষ