Logo
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
রবিবার, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 3, 2025
আজকের শিরোনাম:

খেলা

এশিয়া কাপ : কোথায়, কখন বাংলাদেশের ম্যাচ

Picture of the author

24 Bangladesh

৩ আগস্ট, ২০২৫ | 4:36 AM

Picture of the author

এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। তবে ২৬ জুলাইয়ের সেই সূচিতে শুধু গ্রুপিং আর ম্যাচের তারিখই বলা হয়েছিল। ভেন্যু আর ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। এবার কার ম্যাচ কোথায়–কখন শুরু, সেটিই জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।


শনিবার এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এশিয়া কাপের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে। একটি আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ১৯ দিনব্যাপী ১৯ ম্যাচের এই আসরে ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আবুধাবিতে ম্যাচ হবে ৮টি।


গ্রুপ পর্বে বাংলাদেশের সব কটি ম্যাচই আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অবশ্য শুধু বাংলাদেশের নয়, টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত ৮টায়।


১৫ সেপ্টেম্বর দুটি ম্যাচ। সেদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। অন্য ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে হংকং–শ্রীলঙ্কা।


টি–টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে এবারও একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ভারত ও পাকিস্তানেরই গ্রুপসেরা হয়ে সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে।

বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে, আগামী ২৮ সেপ্টেম্বর।


ভেন্যু ও সময়সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি বলেন, ‘গ্যালারিভরা দর্শক আর সত্যিই শ্বাসরুদ্ধকর কিছু লড়াই দেখার অপেক্ষায় আছি।’


    জনপ্রিয়

    সর্বশেষ