জাতীয়
24 Bangladesh
১৪ জুলাই, ২০২৫ | 6:42 AM
ইরান-ইসরাইল সংঘাতের কারণে ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক আজ ভোরে দেশে ফিরেছেন।
সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে ভোর ৬টায় ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
সংশ্লিষ্টরা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হলো। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশির শেষ প্রত্যাবাসন।
ইরান-ইসরাইল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরানো হয় ২৮ বাংলাদেশিকে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। এ নিয়ে তিন দফায় ইরান থেকে দেশে ফেরানো হলো ৯০ বাংলাদেশিকে।