বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 8:55 AM

Picture of the author

ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৯ জুন) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৯ জুন) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।


ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে, এ নিয়ে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন।


আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনিপ্রোপেট্রোভস্ক ও চেরকাসি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ প্রায় ৫০০ ধরনের ‘আকাশ অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া। 

ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে, “বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল।” 


ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বসতি থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন।

টেলিগ্রামে এক পোস্টে বিমান বাহিনী বলেছে, “পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতেগুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষটি গুলি করার সময়, তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় ও উচ্চতা হারাতে শুরু করে।”

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া আরো ২৫৫টি ড্রোন বা সিমুলেটরের পথ পরিবর্তন করা হয়েছে। 




    জনপ্রিয়

    সর্বশেষ