বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

মেহেরপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Picture of the author

24 Bangladesh

৩০ জুন, ২০২৫ | 10:34 AM

Picture of the author

২০১৬ সালের জুনে স্ত্রী সাগরিকা খাতুনকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে সেন্টু। পরে তদন্তে হত্যার প্রমাণ মেলায় ২০১৮ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন।

মেহেরপুরে নারী হত্যা ও ধর্ষণের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা সোমবার স্ত্রী হত্যা মামলায় গাংনী উপজেলার আকুবপুর বাজারপাড়ার সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন।

২০১৬ সালের জুনে স্ত্রী সাগরিকা খাতুনকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে সেন্টু। পরে তদন্তে হত্যার প্রমাণ মেলায় ২০১৮ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন।

একইদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম কিশোরী ধর্ষণের মামলায় স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড , দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর গাংনীর আকুবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন স্বপন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করেন। মামলায় ৮ জন সাক্ষ্য দেন।

আদালত রায়ে ক্ষতিপূরণ হিসেবে আরোপিত জরিমানা আসামিদের বর্তমান বা ভবিষ্যতের সম্পদ থেকে আদায়ের নির্দেশ দেন।


    জনপ্রিয়

    সর্বশেষ