Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

‘আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব’

Picture of the author

24 Bangladesh

১৪ আগস্ট, ২০২৫ | 1:50 PM

Picture of the author

অভিনেতা জাহিদ হাসান, টেলিভিশন নাটকের অন্যতম শীর্ষ অভিনেতা তিনি। নব্বই দশক থেকে অভিনয়ে তার পথচলা শুরু


নাটক, সিনেমা, ওটিটি—তিন মাধ্যমেই তিনি উজ্জ্বল। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাট্য পরিচালক হিসেবেও সফল হয়েছেন। নতুন করে আলোচনায় এসেছেন 'উৎসব' সিনেমায় অভিনয় করে।


এদিকে সম্প্রতি একটি শোতে এসে জাহিদ হাসান বলেন, আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব।


আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।


১২০ মিনিটের পডকাস্ট শোতে জাহিদ হাসান আরও বলেন, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর একরাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন।


চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন অকপটে।

    জনপ্রিয়

    সর্বশেষ