বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

সাকিবকে চেয়েও কেন পেল না রংপুর?

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 1:26 PM

Picture of the author

গ্লোবাল সুপার লিগ (জিএসএল)-এর দ্বিতীয় আসরের জন্য দল সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ঘোষিত স্কোয়াডে ছিল পরিচিত মুখ, ছিল নতুন চমকও। তবে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটি অনুপস্থিতির কারণেই-সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে চেয়েও শেষ পর্যন্ত নেওয়া হয়নি। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সাকিবকে দলে নিতে চাইনি-এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

গ্লোবাল সুপার লিগ (জিএসএল)-এর দ্বিতীয় আসরের জন্য দল সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ঘোষিত স্কোয়াডে ছিল পরিচিত মুখ, ছিল নতুন চমকও। তবে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটি অনুপস্থিতির কারণেই-সাকিব আল হাসান।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে চেয়েও শেষ পর্যন্ত নেওয়া হয়নি। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সাকিবকে দলে নিতে চাইনি-এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’


এই বক্তব্য থেকেই স্পষ্ট, সাকিবকে না নেওয়ার পেছনে ছিল রাজনৈতিক বাস্তবতা। শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব দেশে ফিরছেন না। গত বছর অক্টোবরে বিদায়ী টেস্ট খেলতেও পারেননি তিনি। তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়েই প্রশ্ন থেকে যায়!

তবে দলের সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ মহলের চাপ ছিল কি না-সে প্রশ্নে রংপুর কর্তৃপক্ষ দ্ব্যর্থহীন, ‘কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের।’

রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য শুধুই ক্রিকেটার সাকিবকে চেনেন। এই তারকা ক্রিকেটার আজ বলছিলেন, ‘আমি সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তিনি যে দলেই খেলেন, সেটি উপকৃত হয়। বাংলাদেশ বহু বছর সেটা হয়েছে।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১০ থেকে ১৮ জুলাই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে সোহানের নেতৃত্বে রংপুর নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। কিন্তু সাকিবকে ছাড়া সেই লড়াই যেন খানিক অপূর্ণ থেকে গেল।

আগামী ১৩ জুলাই শুরু হচ্ছে রংপুরের অভিযান। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। এরপর ১৪ জুলাই প্রতিপক্ষ হোবার্ট। ১৬ জুলাই রংপুরের সামনে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৭ জুলাই স্ট্যাগসের সঙ্গে লড়াই। এবার লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে।

রংপুর রাইডার্স দল-

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাওয়াজা নাফে।



    জনপ্রিয়

    সর্বশেষ