খেলা
24 Bangladesh
১৫ জুলাই, ২০২৫ | 8:24 AM
নতুন ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। মাসখানেক আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিসিয়ান সেইন্ট জার্মেইকে (পিএসজি) বিশ্বকাপের ফাইনালে ৩-০ ব্যবধানে হারিয়ে তারা বড় চমক দিয়েছে। শিরোপাজয়ী চেলসির হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারের মঞ্চে তার উপস্থিতিতে তৈরি হয়েছিল চাঞ্চল্যকর পরিস্থিতি, এরপর মূল ট্রফি নিজের কাছে রেখে দেওয়ার মন্তব্য করে তিনি আরও আলোচনার জন্ম দিয়েছেন।
প্রথমবার ৩২ দলের আয়োজনে বৃহৎ পরিসরে নতুন ফরম্যাটে এবার ক্লাব বিশ্বকাপের আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। পিএসজি ও চেলসি ফাইনালে মুখোমুখি হয় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ডোনাল্ড ট্রাম্প শিরোপা নির্ধারণী ম্যাচটি দেখতে আগেই মাঠে হাজির হওয়ার কথা জানিয়েছিলেন। কথা রেখেছেন তিনি। হেলিকপ্টারে করে সঙ্গে নিয়ে আসেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও। কিন্তু এরপর যা যা ঘটেছে তা নিয়ে কৌতুকের একটি ভান্ডার তৈরি করে ফেলা যাবে! বিশেষ করে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি তুলে দেওয়ার পরও ট্রাম্পের উপস্থিতি বিভ্রান্তিতে ফেলেছিল চ্যাম্পিয়ন চেলসি খেলোয়াড়দের।
পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল ডিএজেডএন–কে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপের মূল ট্রফি হোয়াইট হাউজে নিজের ওভাল অফিসে রেখে দেওয়ার কথা জানান ট্রাম্প, ‘তারা (ফিফা) জিজ্ঞেস করেছিল “আপনি কি অল্প সময়ের জন্য ট্রফিটি একটু হাতে তুলে দেখবেন?” জবাবে আমি জানিয়েছি, “আমরা এটি ওভাল অফিসে রেখে দেবো।” পরে আমি জানতে চাই “কখন আপনারা ট্রফিটি এখান থেকে নিয়ে যাবেন?” তারা বলেছিল, “আমরা এটি কখনোই নিয়ে যাব না। আপনি এটি সবসময়ের জন্য ওভাল অফিসে রেখে দিতে পারেন। আমরা নতুন একটা বানিয়ে নেব।”’
‘পরে তারা সত্যিই নতুন আরেকটি বানিয়েছে। এটি আসলেই রোমাঞ্চকর বিষয়, তবে এই মুহূর্তে (মূল) ট্রফিটি ওভাল অফিসে রয়েছে’, আরও যোগ করেন ট্রাম্প। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে সাক্ষাৎ করতে গিয়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওই সময়ই মূলত ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি সেখানে নেওয়া হয় বলে জানিয়েছে ইউরোপীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমনকি চেলসির হাতে রেপ্লিকা (মূল ট্রফির নকল) তুলে দেওয়ার কথা উল্লেখ করেছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।
এর আগে ট্রাম্প প্রধান অতিথি হিসেবে ক্লাব বিশ্বকাপের ট্রফি চেলসির অধিনায়ক রিচ জেমসের হাতে তুলে দেন। এরপরও বেশ কিছুক্ষণ তিনি মঞ্চে উপস্থিত থাকায় গোলকধাঁধায় পড়েন ক্লাবটির খেলোয়াড়রা। বিশেষ করে ফাইনালে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কারজয়ী কোল পালমারের বিভ্রান্তিকর অভিভঙ্গি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে তিনি বলেন, ‘আমি জানতাম তিনি (ট্রাম্প) সেখানে থাকবেন, কিন্তু এটা জানতাম না যে ট্রফি তুলে দেওয়ার পর সেখানে অবস্থান করবেন। তাই আমি কিছুটা বিভ্রান্তিতে পড়ে যাই।’
প্রায় একই প্রতিক্রিয়া দেখিয়েছেন চেলসির অধিনায়ক রিচ জেমসও, ‘তারা আমাকে আগেই জানিয়েছিল প্রেসিডেন্ট আমাদের হাতে ট্রফি তুলে দিয়ে মঞ্চ ছাড়বেন। তাই আমিও সেরকম কিছুই ভেবেছিলাম, কিন্তু তিনি আরও কিছুক্ষণ থাকতে চেয়েছেন।’
এদিকে, আমেরিকান ফুটবলকে ডাকা হয় ‘সকার’ নামে। এমনকি মূল ফুটবলের চেয়ে এর কিছু পার্থক্যও আছে। সেই নামটিও বদলে ফেলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ‘তারা বলছে এটি ফুটবল, কিন্তু আমার মনে হয় আমরা সকার হিসেবে চিনি।’ ওই সময় সঞ্চালক জানতে চান, ‘কেমন হয় যদি নির্বাহী আদেশে আমরা খেলাটিকে কেবল ফুটবল হিসেবে ডাকব?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে আমরা এটা করতে পারি। বোধহয় আমিই এটা করতে পারি।’