Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন

Picture of the author

24 Bangladesh

৫ আগস্ট, ২০২৫ | 10:56 AM

Picture of the author

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে 'ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ' পালন করেছে ছাত্রজনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদযাপন' অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের 'হেলিকপ্টার' ওড়ানোর মাধ্যমে তাঁরা অনুষ্ঠান পালন করা হয়।


আজ মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদযাপন করা হয়। '৩৬ জুলাই উদ্‌যাপন' অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। এ সময় তাঁরা স্লোগান দেন 'পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে', 'এ মাত্র খবর এল, খুনি হাসিনা পালিয়ে গেল', 'কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার'-সহ নানা স্লোগ্লান দেয়।


সাইমুম শিল্পগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ,শিল্পী তাসফি।


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।


এর পর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে ব্যান্ডদল আর্টসেলের গান।



    জনপ্রিয়

    সর্বশেষ