বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু,১১ মাস পর মামলা

Picture of the author

24 Bangladesh

২ জুলাই, ২০২৫ | 8:35 AM

Picture of the author

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর অবশেষে মামলা দায়ের করেছে পুলিশ।


মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ মিছিলকারীদের ওপর হামলা চালায়। তারা গুলি ও বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ওই সময় শহরের নয়ামাটি এলাকায় গুলশান হলের পেছনের একটি পাঁচতলা ভবনের ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। হামলাকারীদের গুলিতে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই শিশুটি মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমদ বলেন, “ঘটনার পর শিশুটির পরিবারকে মামলা করার জন্য বলা হলেও তারা রাজি হয়নি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অবশেষে পুলিশ নিজ উদ্যোগে মামলাটি দায়ের করেছে।”

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


    জনপ্রিয়

    সর্বশেষ