খেলা
24 Bangladesh
২২ জুন, ২০২৫ | 7:00 AM
এক সময়ের ‘যুদ্ধক্ষেত্র’ ছিল ফুটবল মাঠ। দুই শিবির-রোনালদো বনাম মেসি। যুক্তির তলোয়ারে ভক্তরা একে অপরকে ক্ষত-বিক্ষত করত, যেন ‘ভবিষ্যতের রাজা’ ঠিক হবে এই বিতর্কেই। অথচ এই যুদ্ধ যখন সত্যিকারের মাঠে গড়াত, তখন দুই নক্ষত্র একে অপরকে সম্মান জানিয়ে নিজের খেলায় মাতিয়ে তুলতেন বিশ্বকে!
আর সেই সত্যটাই যেন আবার মনে করিয়ে দিলেন লিওনেল মেসি। এবার সরাসরি বলে দিলেন, ‘রোনালদোর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে। মাঠের প্রতিপক্ষ ছিলাম, কিন্তু মাঠের বাইরের মানুষ হিসেবে সম্পর্কটা সবসময়ই শ্রদ্ধার।’
প্রসঙ্গত, এশিয়ান উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি রানের হিসেবে শীর্ষে উঠে আসলেন পান্ত। উইকেটরক্ষক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান ভারতের ধোনির (৪ হাজার ৮৭৬ রান)। মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ব্যাট হাতে আদায় করেছেন ৩ হাজার ৫১৫ রান। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা টেস্টে উইকেটকিপার থাকা অবস্থায় করেছেন ৩১১৭ রান। এরপরেই আছে পান্তের ৩ হাজার ৮২ রান।