সারাদেশ
24 Bangladesh
২৪ জুলাই, ২০২৫ | 12:39 PM
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় ওই কমিটির সকল ধরনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর ইমরান আহমেদকে আহ্বায়ক ও আশফাক আহমেদকে জামিলকে সদস্যসচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।