Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল-অ্যাওয়ার্ডস

Picture of the author

24 Bangladesh

১৪ আগস্ট, ২০২৫ | 8:55 AM

Picture of the author

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও অ্যাওয়ার্ডস (আইএফসিএ )-২০২৫।


আগামী বুধবার (২০ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের বিলাসবহুল হোটেল রয়্যাল চুলানে আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।



এ অনুষ্ঠানের আয়োজক ২০১৯ সালের মিসেস ইউনিভার্স চার্ম সুদা ভেঞ্চারস। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, সেলিব্রিটি, উদ্যোক্তা এবং শীর্ষ মডেলরা একত্রিত হবেন ফ্যাশন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈশ্বিক ব্যবসায়িক সাফল্যের উৎসবে অংশ নিতে।


জানা গেছে, অনুষ্ঠানটি হবে এক বহুমুখী জাঁকজমকপূর্ণ আয়োজন, যেখানে থাকবে ফ্যাশন প্রদর্শনী এবং সঙ্গে থাকবে নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করার দারুণ সুযোগ। এর মূল আকর্ষণ হিসেবে থাকছে স্টার ইউনিভার্স ২০২৫ বিউটি পেজেন্ট, যেখানে মি., মিস ও মিসেস- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। বিজয়ীরা পাবেন মডেলিং, চলচ্চিত্র ও ব্র্যান্ড প্রচারের ক্ষেত্রে অসাধারণ সুযোগ।



এর পাশাপাশি ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস দেয়া হবে। এ পুরস্কার মূলত সেসব দূরদর্শী উদ্যোক্তা, পরিবর্তনশীল নেতা এবং দৃঢ়প্রতিজ্ঞ পরিবর্তন সাধকদের, যারা ফ্যাশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক কল্যাণের মতো খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।


অনুষ্ঠানের জাঁকজমক বাড়িয়ে তুলতে থাকবে বিজনেস সামিট, যা হবে বিনিয়োগকারী, শিল্প বিশেষজ্ঞ ও স্টার্টআপদের জন্য উচ্চপর্যায়ের যোগাযোগের প্ল্যাটফর্ম হবে। এখানে মালয়েশিয়া, ভারত ও অন্যান্য দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং খুচরা বাজার, রিয়েল এস্টেট, ই-কমার্স ও বিনোদন খাতে উদ্ভাবনকে উৎসাহিত করা হবে।


সাংস্কৃতিক পর্বে উপস্থাপন করা হবে কর্ণাটক এবং ভারতের সমৃদ্ধ ঐতিহ্য, যেখানে ঐতিহ্যবাহী ও আধুনিক ফ্যাশনের এক উজ্জ্বল সমন্বয় দেখা যাবে। এই অংশটি প্রমাণ করে যে, সুদা ভেঞ্চারস ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি অনন্য মঞ্চ প্রদান করছে।


    জনপ্রিয়

    সর্বশেষ