মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

অবরোধ তুলে নিলেন মাইলস্টোনের শিক্ষার্থীরা

Picture of the author

24 Bangladesh

২২ জুলাই, ২০২৫ | 10:10 AM

Picture of the author

দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ৩টা দিকে অবরোধ তুলে নিয়ে ফিরে যেতে শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একারণে আমরা ফিরে যাচ্ছি।


এরআগে মঙ্গলবার বেলা ২টার দিকে ৫ নম্বর ভবনের নিচে দাঁড়িয়ে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন, তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি— আপনাদের সব দাবি মেনে নেবো। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেবো। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন প্রকৃত তথ্য জানানো হবে।’


তবে শিক্ষার্থীরা তার বক্তব্য প্রত্যাখান করলে তিনি আবার ভবনের ভেতরে চলে যান। এর কিছু সময় পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায়ও ঘটে। এতে ৫ নম্বর ভবনের দ্বিতীয় তলার জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তিন জন শিক্ষার্থী আহত হন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।


মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তবে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন। 






    জনপ্রিয়

    সর্বশেষ